Site icon Mohona TV

বগুড়ায় জনপ্রিয় হয়ে উঠেছে বস্তায় আদা চাষ

বগুড়ার শাজাহানপুরে জনপ্রিয় হয়ে উঠেছে সাথি ফসলের সাথে বস্তায় আদা চাষ। ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে জনপ্রিয় হয়ে উঠেছে সাথি ফসলের সাথে বস্তায় আদা চাষ। তুলনামূলক ভাবে খরচ কম, বাড়তি জায়গার প্রয়োজন নেই। অল্প জায়গায় এটি করা যায় বলে এতে ঝুঁকছেন চাষিরা

চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন উপজেলা কৃষি বিভাগ।বাড়ীর আঙ্গিনা, উঠান ও বিভিন্ন ফসলের সাথে সাথি ফসল হিসাবে বস্তায় আদা চাষ করে বাড়তি আয় করছেন শাজাহানপুরের কৃষকরা। মসলা জাতীয় ফসলে রোগ বালাই কম হয় বলে এটি চাষ করতে সার, কিটনাষক ও পরিশ্রম হয় অনেক কম।

উপজেলার গোহাইল ইউনিয়নের গোহাইল গ্রামের মনিরুল ইসলাম মিন্টু ইউটিউব চ্যানেলে বস্তায় আদা চাষ দেখে সাথি ফসল কলা ও পেপের মধ্যে প্রথমে এই পদ্ধতির মাধ্যমে আদা চাষ শুরু করেন। তিনি বলেন, আদার গাছ খুব ভাল হয়েছে। আশা করা যায় ফলনও ভাল হবে। তার সাফল্য দেখে উপজেলার দেশমা, আমরুলসহ অন্য গ্রামের চাষিরাও এ কাজে এগিয়ে আসেন।

উপজেলা কৃষি বিভাগ হতে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে চাষিদের সব রকম সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন।

আদা রোপনের পর ৯/১০ মাসের মধ্যে ফলন সম্পূর্ণ হয় এবং উত্তোলন করা যায়।

author avatar
Delowar Hossain Litu
Exit mobile version