Site icon Mohona TV

মেহেরপুরে মানবপাচারকারীকে যাবজ্জীবন কারাদন্ড

মেহেরপুরে মানবপাচারকারীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। ছবি: মোহনা সংবাদ

মেহেরপুরে মানবপাচার মামলায় মাসুদ রানা নামের এক মানবপাচারকারীকে যাবজ্জীবন কারাদন্ড ও সেই সাথে ১৪ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ের আরো দুই বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো: তহিদুল ইসলাম এই আদেশ দেন। কারাদন্ডপ্রাপ্ত মাসুদ রানা যশোর জেলার অভয়নগর থানার ধোপাদী নতুন বাজার এলাকার নজরুল ইসলামের ছেলে।

মামলার এজাহার ও রায় সূত্রে জানা গেছে, মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের সাইবুর রহমানকে লিবিয়া পাচারের অভিযোগে ২০১৪ সালের ২১ সেপ্টেম্বর তার বাবা আলী আকবর মীর মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতে মাসুদ রানাকে ১ নং আসামী করে আরো তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলাটি আমলে নিয়ে মুজিবনগর থানাকে এজাহার ভুক্ত করতে আদেশ দেয়। তদন্ত কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে তিনজনকে অব্যাহতি দিলেও মাসুদ রানার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালতে তার বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করে।

স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে বিচারক এই রায় প্রদান করে। রায় ঘোষনার সময় আসামী মাসুদ রানা পলাতক ছিলো।

author avatar
Delowar Hossain Litu
Exit mobile version