Site icon Mohona TV

পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের প্রথম পদক জয়

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে পাকিস্তানকে ৫ ইউকেটে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে সেমিফাইনালে বিধ্বস্ত হয়ে এশিয়ান গেমসে সোনার আশা বাদ দিতে হয়েছে গতকালই। আজ পাকিস্তানকে উড়িয়ে অবশ্য ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশের মেয়েদের ক্রিকেট দল। হাংজুতে পাকিস্তানকে ৬৪ রানেই আটকে দেওয়ার পর বাংলাদেশ জিতেছে ৫ উইকেটে। এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক এটি।

চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের নারীদের ক্রিকেটে ৩য় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগের ম্যাচে ভারতের বিপক্ষে টস জেতার পরেও আগে ব্যাট করার সিদ্ধান্তে অবাক হয়েছিলেন অনেকে। কিন্তু এদিন আর সেই ভুল করলেন না অধিনায়ক।

পাকিস্তানের বিপক্ষে সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন বোলাররা। স্কোরবোর্ডে ১০ রান জোগ হতে না হতেই তিনটি উইকেট তুলে নেন মারুফা, সানজিদা এবং নাহিদা। নবম ওভারে বোলিংয়ে এসেই ১৩ রান করা সাদাফকে ফেরান রাবেয়া খান। ১৮ রানে ৪ উইকেট হারানো পাকিস্তান যে বেশিদূর যেতে পারবে না তা অনেকটা বুঝাই যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত পাকিস্তানি মেয়েরা লড়াইটা মন্দ করেনি। তারা থামে ৬৪ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন সাত নম্বরে নামা আলিয়ে রিয়াজ।

বাংলাদেশের পক্ষে স্বর্ণা আক্তার তিনটি এবং সানজিদা আক্তার মেঘলা দুটি উইকেট নেন। একটি করে উইকেট পান মারুফা, নাহিদা এবং রাবেয়া।

৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ ওভারে ২৭ রানের জুটি গড়েন শামীমা সুলতানা ও সাথী রানী। তাতে লক্ষ্যটা আরও ছোট হয়ে আসে। সে ওভারের শেষ বলে সাদিয়া ইকবাল ফেরান ১৭ বলে ১৩ রান করা শামীমাকে। ৩ রান যোগ হতে ফেরেন সাথীও। ১৯ বলে ১৩ রান করেন তিনি।

এসময় নাশরা সান্ধুর দারুণ বোলিংয়ে কিছুটা টালমাটাল হয়ে পড়ে বাংলাদেশের ইনিংস। দলীয় ৩৪ রানে অধিনায়ক নিগার সুলতানা, ৪৩ রানবে সোবহানা মুস্তারিও আউট হয়ে সাজঘরে ফেরেন। তবে দলকে বিপদ থেকে উদ্ধার করেন স্বর্ণা আক্তার ও রিতু মনি। তাদের ১৪ রানের ছোট জুটিতেই জয় নিশ্চিত হয়ে যায়।

দলীয় ৫৭ রানে নিদা দারের শিকারে পরিণত হন রিতু। ১৪ বলে ৭ রান করেন তিনি। তবে সুলতানা খাতুনকে নিয়ে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন স্বর্ণা। ৩৩ বল খেলে ১৪ রানে অপরাজিত থাকেন তিনি। সুলতানা অপরাজিত থাকেন ৮ বলে ২ রান করে। ১২ বল ও ৫ উইকেট হাতে রেখেই পাকিস্তান বধে ব্রোঞ্জ পদক জিতল বাংলাদেশ।

এবারের এশিয়ান গেমসে এটিই প্রথম পদক বাংলাদেশের। তবে আগের দুই আসরেই ক্রিকেট ইভেন্টে রৌপ্য পদক এনে দিয়েছিল বাংলার মেয়েরা।

author avatar
Delowar Hossain Litu
Exit mobile version