Site icon Mohona TV

আমি খুবই রোমাঞ্চিত বললেন অধিনায়ক শান্ত

আমি খুবই রোমাঞ্চিত বললেন অধিনায়ক শান্ত ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমেই বিশ্রামে ছিলেন সাকিব আল হাসান। যে কারণে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পান লিটন দাস।

তবে টাইগার এই ওপেনার শেষ ওয়ানডেতে মানসিক চাপ কমাতে খেলছেন না। যে কারণে নতুন করে শেষ ম্যাচের জন্য নতুন অধিনায়ক ঘোষণা করেছে বিসিবি।

গতকাল শেষ ম্যাচের জন্য নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক ঘোষণা করে বিসিবি। দেশের ১৬তম ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে টাইগার এই ব্যাটারের। ম্যাচের আগের দিন আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) মিরপুরে সংবাদ সম্মেলনে এসে অধিনায়কত্ব পাওয়া নিয়ে জানিয়েছেন নিজের ভালো লাগার কথা।

শান্ত বলছিলেন, ‘আলহামদুলিল্লাহ! ক্রিকেটার হিসেবে এটি আমার জন্য খুবই গর্বের বিষয়। সেই সঙ্গে আমার পরিবারের সদস্যদের জন্যও গর্বের ব্যাপার। ক্রিকেট বোর্ড আমাকে এই সুযোগটা তৈরি করে দিয়েছে। আমি খুবই রোমাঞ্চিত, কালকের দিনটি খুব উপভোগ করব।’

এছাড়া নিজের সদ্য জন্মানো সন্তানকে নিয়ে শান্ত বলেন, ‘আমার কাছে তাই মনে হচ্ছে। সবাই আমাকে বলেও, পরিবারের সদস্যরা। আমার নিজের কাছেও মনে হয় সে আমার জন্য খুব লাকি। সব মিলে উপভোগ করছি। বাবা হওয়ার সময় বা আগে থেকে লাস্ট এক বছর অনেক ভালো যাচ্ছে। চেষ্টা করব যতটা পারি ধরে রাখার।’

এদিকে শেষ ম্যাচে শঙ্কায় আছে তাসকিন আহমেদের খেলা নিয়ে। টাইগার এই পেসার ভুগছেন পেটের সমস্যায়। যে কারণে শেষ ম্যাচে নাও দেখা যেতে পারে তাসকিনকে।

তাসকিনের শারীরিক অবস্থা নিয়ে এক জাতীয় দৈনিককে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘ওর পেট খারাপ হয়েছে। পরের ম্যাচে খেলবে কিনা এটা নিশ্চিত নয়। এটা খাদ্যের বিষক্রিয়ার ব্যাপার। আশা করি, আজই ঠিক হয়ে যাবে। চোট নয়, সুতরাং খেলার বিষয়টি নির্ভর করে দুর্বলতার ওপর। যদি ক্লান্তি বা দুর্বলতা না থাকে, তাহলে খেলতে পারবে।’

author avatar
Mohona Online
Exit mobile version