Site icon Mohona TV

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা সাইদের জামিন নাকচ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা সাইদের জামিন নাকচ ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় নেত্রকোণায় দায়ের করা ৪ টি মামলায় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১ টার দিকে চাঁদকে হাজির করলে আদালতের অতিরিক্ত প্রধান বিচারিক হাকিম কামাল হোসাইন তার জামিন না মঞ্জুর করেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী মহিদুল ইসলাম লিটন বলেন, দায়ের করা ৪ টি মামলায় শোণ এরেস্ট দেখিয়ে আদালতে আসামী আবু সাঈদকে হাজির করলে আদালতের বিচারক  জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন। এর আগে ২২ ও ২৩ মে  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটন,  জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, জেলা যুবলীগ নেতা সিদ্বার্থ শংকর পাল বাবু, রেজাউল হাফিজ রেসিম নেত্রকোণা আদালতে পৃথক ৪ টি মামলা দায়ের করেন। তখন আদালত অভিযোগুলো আমলে নিয়ে নেত্রকোণা মডেল থানার ওসিকে মামলা আকারে গ্রহণ করার আদেশ দেয়।

মামলায় বলা হয়, গত ১৯ মে প্রকাশ্য জনসভায় শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রধানমন্ত্রীর জন্যে মানহানিকর, কুরুচিপূর্ণ,বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্যে হুমকি। এ ধরণের হুমকি দেয়ায় বাদিগন সংক্ষুব্ধ, মর্মাহত ও মানসিকভাবে আহত হয়েছেন। এসব অভিযোগের প্রেক্ষিতে আসামী রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে হত্যার হুমকি ও রাষ্ট্রদ্রোহিতার অপরাধ আইনে মামলা রুজু হয়।

author avatar
Mohona Online
Exit mobile version