Site icon Mohona TV

ইরাকে বিয়ের অনুষ্ঠানে আগুন, নিহত ১১৩

ইরাকের উত্তরাঞ্চলের নিনেভেহ প্রদেশে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

ইরাকের উত্তরাঞ্চলের নিনেভেহ প্রদেশে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডে ওই বিয়ের বর-কনে দুজনই মারা গেছেন। আহত হয়েছেন আরও অন্তত দেড়শ। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

নিনেভেহ প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে, আল হামদানিয়ায় একটি বিয়ের হলরুমে আগুন লেগে ১১৩ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি।

এদিকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘আইএনএ’ নিনেভেহ প্রদেশের ডেপুটি গভর্ণর হাসান আল-আলাকের উদ্ধৃতি দিয়ে বলেছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টা নাগাদ আগুন লাগে। এই ঘটনায় এখন পর্যন্ত ১১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, বিয়ের আনন্দ আয়োজনে আতশবাজি ফোটানো হচ্ছিল। সেটা থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বুধবার (২৭ সেপ্টেম্বর)  ইরাকের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিয়ের এই আয়োজনে হাজার খানেক অতিথি ছিলেন।

উল্লেখ্য, রাজধানী বাগদাদ থেকে প্রায় ৪শ’ কিলোমিটার উত্তর-পশ্চিমে ও উত্তরাঞ্চলের বড় শহর মসুলের পাশে এই হামদানিয়া শহরের অবস্থান।

author avatar
Delowar Hossain Litu
Exit mobile version