Site icon Mohona TV

মেহেরপুরে বিকাশে প্রতারণার টাকা ও ৪৭ টি মোবাইল ফোন উদ্ধার

মেহেরপুরে বিকাশে প্রতারণার টাকা ও ৪৭ টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা সাইবার ক্রাইম ইউনিট। ছবি: মোহনা সংবাদ

মেহেরপুরে বিকাশের প্রতারণার টাকা ও ৪৭ টি মোবাইল ফোন উদ্ধার করেছে মেহেরপুর জেলা সাইবার ক্রাইম ইউনিট। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার রাফিউল আলম।

পুলিশ সুপার জানান, ৪৭ টি মোবাইল ফোন ও বিকাশ প্রতারণার নগদ ৯৭ হাজার টাকা উদ্ধার করে সেগুলো নিজ নিজ মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাফিউল আলম আরও বলেন, গত এক মাসে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন মডেলের ৪৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া বিকাশ প্রতারণার নগদ ৯৭ হাজার টাকা প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার এমদাদ হোসেন, মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলম, এস আই মনিরসহ মেহেরপুর জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা।

author avatar
Delowar Hossain Litu
Exit mobile version