Site icon Mohona TV

প্রস্তুতি ম্যাচ নাকি বিশ্বকাপ, কবে খেলছেন সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচের আগের দিন ইনজুরিতে পড়েন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে পায়ে হালকা চোট পান বিশ্বসেরা অলরাউন্ডার। এরপর গুঞ্জন উঠেছিল, ৭ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তাকে ছাড়াই খেলতে হবে। তবে এবার স্বস্তির খবর দিয়েছেন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচে সাকিব আল হাসান অবশ্যই খেলবে। তার না খেলার মতো কোনো ইনজুরি হয়নি। তাছাড়া সাকিবের পায়ের চোট মোটেও গুরুতর না। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই সে পুরোপুরি ফিট হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘সাকিবের পায়ে কিছুটা অস্বস্তির কারণে সতর্কতা হিসেবে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে শুনেছি তার ইনজুরির খবরে দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। কিন্তু সত্য হলো তেমন গুরুতর কোনো ইনজুরি হয়নি। আমি বলছি, আগামী ৭ অক্টোবর অবশ্যই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে সাকিব।’

ভারতের গুয়াহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচের আগের রাতে ফুটবল খেলতে গিয়েই বাঁ-পায়ে ব্যথা পেয়েছিলেন সাকিব। তার পা অনেকটাই ফুলে গেছে বলে খবর এসেছিল। এ কারণেই শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলেননি বাংলাদেশের অনরাউন্ডার। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে নামবে টাইগাররা। ওই ম্যাচেও সতর্কতা হিসেবে বিশ্রামে থাকবেন বাংলাদেশ অধিনায়ক।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে নাজমুল হোসেন শান্ত এবং মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হয়েছিল বলে জানান খালেদ মাহমুদ সুজন। তবে দলের প্রয়োজন পড়লে অবশ্যই ব্যাট হাতে নামতো নাজমুল শান্ত।

author avatar
Delowar Hossain Litu
Exit mobile version