Site icon Mohona TV

তুরস্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বোমা হামলা

তুরস্কের রাজধানী আঙ্কারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বোমা হামলা চালিয়েছে দুই ব্যক্তি। ছবি: মিন্ট

তুরস্কের রাজধানী আঙ্কারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বোমা হামলা চালিয়েছে দুই ব্যক্তি। এ সময় হামলাকারীদের একজন বিস্ফোরণে মারা গেছে ও অন্যজনকে ‘নিরস্ত্র’ করেছে কর্তৃপক্ষ। রোববার (১ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটেছে। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানান, দুই সন্ত্রাসীর একজন বিস্ফোরণে নিহত হন এবং অপরজনকে কতৃপক্ষ ‘নিষ্ক্রিয়’ করেছে।

এর আগে তুরস্কের গণমাধ্যম জানায়, পার্লামেন্ট ও মন্ত্রণালয় ভবনের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েরলিকিয়া স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটেছে বলে জানান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জানান, এ ঘটনায় পুলিশের দুই কর্মকর্তা সামান্য আহত হয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, ‘সকাল সাড়ে ৯টার দিকে দুইজন সন্ত্রাসী হালকা সামরিক যানে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিষয়ক সচিবালয়ের প্রবেশপথের সামনে এসে পৌছায় এবং বোমা হামলা চালায়।’

কে বা কারা এই হামলার জন্য দায়ী তা নিশ্চিত হওয়া যায়নি। কয়েক দিন আগেই জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে অভিযান চালিয়েছে তুর্কি কর্তৃপক্ষ। এরপরই এ বোমা হামলার ঘটনা ঘটল।

author avatar
Delowar Hossain Litu
Exit mobile version