Site icon Mohona TV

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি শুধু ফেসবুক-ইউটিউবে: সালমান এফ রহমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান, এমপি। ছবি: মোহনা সংবাদ

বিএনপি দীর্ঘদিন ধরে তত্ত্বাবধায়ক সরকারের একদফা দাবি নিয়ে সরকার পতনের চেষ্টা করছে। তাদের ওই দাবি পুরোপুরি ভেস্তে গেছে। তাদের সাথে জনগণ নাই। তাদের দাবি এখন ফেসবুক ইউটিউবে সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান, এমপি।

সোমবার (০২ অক্টোবর) বিকেলে ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি পদ্মার তীর ঘেসে প্রতিষ্ঠিত বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুম শুকুর সাহেব স্মৃতি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, আপনারা নিশ্চিন্তে থাকেন আগামী জানুয়ারী মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি মনে রাখবেন ফেসবুক ইউটিউবে দাবি জানিয়ে সরকার পতন করা যাবে না

নয়াবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৈবুর রহমান তরুনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো শহিদ মিয়ার সার্বিক তত্ত্বাবধানে দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, দোহার পৌর মেয়র আলমাছ উদ্দিন, দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

এতে আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আহসান খোকন শিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক সুরুজ আলম সুরুজ, বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাখাওয়াত হোসেন নান্নু, মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনার কলি পুতুল, ইউনিয়ন আ.লীগের সভাপতি বিল্লাল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিলুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
author avatar
Delowar Hossain Litu
Exit mobile version