ঢাকাসংবাদ সারাদেশ

এক দল আরেক দলকে ক্ষমতা থেকে টেনে হিচরে নামাতে চায়: জাকের পার্টির মহাসচিব

খালিদ হোসেন সুমন

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেন, এ দেশে বড় দুটি রাজনৈতিক দল তাদের নিজেদের স্বার্থ উদ্বারের জন্য দেশে নানা সংকট তৈরি করে। এক দল আরেক দলকে ক্ষমতা থেকে টেনে হিচরে নামাতে চায়।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে ঢাকার দোহারে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১ আসনের জাকের পার্টির সংসদ সদস্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যখন তাদের অস্তিত্ব সংকট হয়ে দাঁড়ায় তখন তারা একজন আরেকজনকে ধ্বংস করে দিতে চায়। এটা বাংলাদেশের রাজনীতির জন্য বড় বিপদ।

জেলা দক্ষিণ জাকের পার্টির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মুফতি শরিফুল ইসলাম সাইফী, মো: দেলোয়ার হোসেন, মোঃ আব্দুর আব্দুর রশিদ হাওলাদার, মুফতি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরী, বিপ্লব বনিক, জেলা দক্ষিণ ছাত্রফ্রন্টের সভাপতি শেখ মোঃ ওমর ফারুক, দোহার উপজেলা জাকের পার্টির সভাপতি মতিউর রহমান, সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, নবাবগঞ্জ উপজেলা জাকের পর্টির সভাপতি মোহর মোল্লা, সাধারন সম্পাদক মোঃ কদম আলী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামসহ আরো অনেকে।

পরে কাউন্সিলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনের জাকের পার্টির সংসদ সদস্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে কাউন্সিলরদের অংশগ্রহনে ভোট অনষ্ঠিত হয়। সেখানে সর্বোচ্চ ১৬৩ ভোটে জাকের পার্টির কেন্দ্রীয় ছাত্রফ্রন্টের সহ সাধারন সম্পাদক মোঃ লুৎফুর রহমান খান প্রাথমিক ভাবে ঢাকা-১ আসন থেকে প্রার্থী নির্বাচিত হন। তবে পরবর্তীতে জাকের পার্টির চেয়ারম্যানের সিদ্ধান্তের পরে চূড়ান্ত প্রার্থী নির্বাচিত করা হবে বলে জানা যায়।

author avatar
Delowar Hossain Litu
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button