আন্তর্জাতিক

গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে ইসরাইলি বিমান হামলা

মোহনা অনলাইন

গাজা শহরের ইসলামিক ইউনিভার্সিটিতে বুধবার (১১ অক্টোবর) ইসরাইলি যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে। হামাস সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

ইউনিভার্সিটির ব্যবস্থাপনা কর্মকর্তা আহমেদ ওরাবি বলেছেন, ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

এছাড়া ইসরাইলি বিমান হামলায় গাজার আবাসিক ভবন, টেলিফোন কোম্পানির অফিসসহ সবকিছুর ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের হামলার জবাবে গাজায় একের পর এক বিমান হামলা চালাচ্ছে দখলদার ইসরাইল।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, গত শনিবার থেকে এখনো পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। এর মধ্যে ২৬০টি শিশু। আরো সাড়ে চার হাজার আহত হয়েছে। ঘনবসতিপূর্ণ ছোট গাজায় এমনিতেই মানবিক সঙ্কট আছে। ইসরাইলের এই হামলার মাধ্যমে সেটি আরো গভীর হয়েছে।

এদিকে গাজাবাসীদের সতর্ক না করে তাদের লক্ষ্য করে বিমান হামলা অব্যাহত রাখলে নিজেদের কাছে আটক প্রায় ১৫০ ইসরাইলির মৃত্যুদণ্ড কার্যকর করার হুমকি দিয়েছে হামাস।

হামাসের হামলার পর ইসরায়েল গাজায় সর্বাত্মক অবরোধ দিয়েছে। সেখানে সব ধরনের সরবরাহ বন্ধ করে দেবার পর গাজার ২২ লাখ মানুষের জন্য খাদ্য, জ্বালানি, বিদ্যুৎ ও পানি দ্রুত ফুরিয়ে আসছে।

গাজা উপত্যকায় হামলা ও অবরোধ আরোপ করে ইসরায়েল যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভল্কার তুর্ক। বলেন, হামাসের বিরুদ্ধে প্রতিশোধমূলক বিমান হামলা, গাজা উপত্যকায় আবাসিক এবং স্কুল ভবনে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল।

author avatar
Delowar Hossain Litu
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button