Site icon Mohona TV

বগুড়ায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

বগুড়ায় এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমান বাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমান দূর্ঘটনায় পতিত হয়েছে। ছবি: সংগৃহীত

বগুড়ায় এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমান বাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমান দূর্ঘটনায় পতিত হয়েছে। রোববার (১৫ অক্টোবর) আনুমানিক দুপুর ১টার দিকে বগুড়া বিমানবন্দরের পাশে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মহর গ্রামে বিমানটি বিধ্বস্ত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমান বাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়েছে। তবে ওই বিমানে থাকা পাইলটরা সুস্থ আছেন।

স্থানীয়রা জানান, বিমান বাহিনীর সবুজ রঙের বিমানটি হঠাৎ গাছপালা ভেঙে মাটিতে এসে পড়ে। খবর পেয়ে সেখানে ছুটে যান স্থানীয়রা। সেখানে এখন উৎসুক জনতার ভিড়।

এ বিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান জানান, বিমানে পাইলটসহ মোট দুজন ছিলেন। বিমান বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছেন।

author avatar
Delowar Hossain Litu
Exit mobile version