Site icon Mohona TV

ইসরাইল যাচ্ছেন বাইডেন

বুধবার (১৮ অক্টোবর) ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত

চলমান সংঘাতের মধ্যেই আগামীকাল বুধবার (১৮ অক্টোবর) ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (১৬ অক্টোবর) এই ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (১৬ অক্টোবর) মধ্যপ্রাচ্য সফররত ব্লিঙ্কেন বলেছেন, এই সফরের মধ্য দিয়ে চলমান সংঘাতে ইসরাইলের প্রতি ওয়াশিংটনের সমর্থন প্রকাশ পাবে।

এছাড়াও চলমান সংঘাতে ইসরাইলের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্যও বাইডেন এই সফরে যাচ্ছেন বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

ইসরাইল সফর শেষে জর্ডানের আম্মানে যাবেন বাইডেন। সেখানে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আল-সিসি এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন।

অন্যদিকে চলমান সংঘাতের মধ্যে বাইডেনের সফর নিয়ে নিরাপত্তাজনিত উদ্বেগ নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সংবাদ সম্মেলনে বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের ইসরাইল সফরের সিদ্ধান্ত ‘হালকাভাবে নেওয়া হয়নি’। এটি খুব সংক্ষিপ্ত একটি সফর। জর্ডানের আম্মানে যাওয়ার আগে বাইডেন প্রথমে তেল আবিব যাবেন।

ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরাইলের চলমান সংঘাতে এখন পর্যন্ত চার হাজারের বেশি মানুষ মারা গেছে। এর মধ্যে প্রায় ১,৪০০ ইসরাইলি এবং ২,৭৫০ জন ফিলিস্তিনি রয়েছে।

author avatar
Delowar Hossain Litu
Exit mobile version