Site icon Mohona TV

দিনাজপুরে ডিএনসির পৃথক অভিযানে বিদেশি মদ ও ফেনসিডিলসহ আটক ১

দিনাজপুরে আলাদা দুটি অভিযানে ১০ বোতল বিদেশী মদ ও ১৫০ বোতল ফেনসিডিলসহ ১ মাদককারবারিকে আটক করেছে ডিএনসি। ছবি: মোহনা সংবাদ

দিনাজপুরে আলাদা দুটি অভিযানে ১০ বোতল বিদেশী মদ ও ১৫০ বোতল ফেনসিডিলসহ ১ মাদককারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটক মাদককারবারি দুরুল হুদাকে এসব বিদেশী মদসহ সদরের কুতুইর এলাকা থেকে আটক করা হয়। তবে দুপুরে সদরের আইহাই এলাকা থেকে ১৫০ বোতল ফেয়ারডিল উদ্ধারের ঘটনায় পলাতক রয়েছে এসবের কারবারি। পলাতক মাদককারবারি আনোয়ার হোসেনসহ পৃথক দুটি অভিযানে কোতয়ালী থানায় মামলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো: শহিদুল মান্নাফ কবীর বলেন, মাদকের চোরাচালান ও বিস্তার রোধে নিয়মিত অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় সকালে সদরের কমলপুর ইউনিয়নের কুতুইর এলাকায় অভিযান চালিয়ে এক মাদককারবারির বাড়িতে তল্লাশি চালিয়ে শোকেশের ভিতর থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ১০ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। এসময় ডিএনসির অভিযানে আটক হয় দুরুল হুদা নামে একজন।

এদিকে দুপুরে আরেক অভিযানে কমলপুর ইউনিয়নে আইহাই গ্রামে এক মাদককারবারির বাড়িতে অভিযান চালিয়ে ট্রাঙ্কে লুকিয়ে রাখা ১৫০ বোতল ফেনসিডিল জব্দ হয়। তবে ডিএনসির উপস্থিতি টের পেয় পালিয়ে যায় এসবের কারবারি।

author avatar
Delowar Hossain Litu
Exit mobile version