Site icon Mohona TV

শেরপুরের নালিতাবাড়ীতে ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেন মিজান। ছবি: মোহনা সংবাদ

শেরপুরের নালিতাবাড়ীতে ফেসবুকে লাইভে এসে মিজান (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর রাতে উপজেলার নয়াবিল ইউনিয়নের সীধুলী গ্রামে।
নিহত মিজান ওই এলাকার আব্দুল হালিমের ছেলে। তিনি স্থানীয় বাজারের একটি সেলুনে কাজ করতেন। তার এক ছেলে, এক মেয়ে সন্তান ও স্ত্রী রয়েছে।
নিহত মিজানের পরিবার ও স্থানীয়রা জানান, রহস্যজনক কারণে মিজান আরো দুইবার কীটনাশক পান করে। সেই সময় চিকিৎসায় সে ভালো হয়। সোমবার দিবাগত রাতে নিজ বাড়িতে ফেসবুকে লাইভ করেন। এ সময় তিনি বলেন, “আমি এভাবে কখনো ফেসবুকে লাইভ করি নাই। আজ আমার শেষ লাইভ।’

তিনি লাইভে তার শ্বশুর শ্বাশুরিকে দোষারোপ করেন। পরে তিনি বলেন, “আমার একটি ছেলে, একটি মেয়ে। আমার মৃত্যুর পর কষ্ট পাবে। আমার মৃত্যুর জন্য দায়ী আমার স্ত্রী। পরে তিনি কীটনাশক পান করে আশপাশের লোকজনকে ডাকাডাকি করেন। পরে আশপাশের লোকজন এসে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের স্ত্রী সালমা খাতুন বলেন, সে এর আগেও দুইবার বিষ খেয়েছিল। তার মাথার সমস্যা। সে মাঝে মধ্যে বলতো বিষ খেয়ে আত্মহত্যা করবে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান হবি। তিনি বলেন, পর পর দুইবার বিষ খেয়েও সে বেঁচে গেছে। এবার রহস্যজনক কারণে ফেসবুকে লাইভে বিষ খেয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় সে নিজেই দায়ী। এ ব্যাপারে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনায় নালিতাবাড়ী থানায় একটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে। তবে যেহেতু তার মৃত্যু রহস্যজনক। সেহেতু ময়নাতদন্তের পর ঘটনাস্থল তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ফেসবুকে লাইভের বিষয়টি এলাকায় চাঞ্চল সৃষ্টি করেছে।
author avatar
Delowar Hossain Litu
Exit mobile version