Site icon Mohona TV

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ২২

লুইস্টন পুলিশ সন্দেহভাজন হামলাকারীর তিনটি ছবি প্রকাশ করে। সেখানে একজনকে বন্দুক হাতে দেখা গেছে। ছবি: আল জাজিরা

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আন্তত ৬০ জন। স্থানীয় সময় বুধবার (২৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য মেইনে এই ঘটনা ঘটে।বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

দ্য সান সাময়িকীর বরাতে রয়টার্স জানিয়েছে, লুইস্টন পুলিশের মুখপাত্র বলেছেন, একটি বার, রেস্তোরাঁ, ওয়ালমার্টের বিতরণকেন্দ্র ও ব্যবসায়িক কেন্দ্রে এ হামলা হয়েছে। এগুলো হচ্ছে- স্পেয়ারটাইম রিক্রিয়েশন, স্কিমেনজিস বার অ্যান্ড গ্রিল রেস্তোরাঁ এবং ওয়ালমার্টের একটি বিতরণ কেন্দ্র। এগুলোর মধ্যে বারটি থেকে বোলিং অ্যালি সাড়ে ৬ কিলো উত্তরে এবং ডিস্ট্রিবিউশন সেন্টারটি বার থেকে আড়াই কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এ ঘটনা জানানো হয়েছে। তিনি এ ব্যাপারে খোঁজখবর রাখছেন বলে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মেইন স্টেট পুলিশ জানায়, লুইস্টনে একজন বন্দুকধারী সক্রিয় রয়েছে। আমরা জনগণকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার অনুরোধ জানাচ্ছি। আপনারা ঘরে অবস্থান করেন এবং দরজা বন্ধ রাখুন। আইনপ্রয়োগকারী সংস্থা বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।

লুইস্টন পুলিশ সন্দেহভাজন হামলাকারীর তিনটি ছবি প্রকাশ করেছে। যেখানে তাকে রাইফেল হাতে দেখা গেছে। এছাড়া সাথে সাদা এসইউভি গাড়িও রয়েছে। তারা সন্দেহভাজনের খোঁজে জনগণের সহায়তা চেয়েছে।

মেইনের কেন্দ্রীয় হাসপাতাল হামলায় বহু হতাহতের খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, হাসপাতালে হতাহত অনেকের সেবা দেওয়া হচ্ছে। এছাড়া চিকিৎসাসেবার জন্য সেখানকার অন্য হাসপাতালগুলোর সাথে সমন্বয় করা হচ্ছে।

এছাড়া মেইন অঙ্গরাজ্যের গভর্নর জ্যানেট মিলস এক বিবৃতিতে বলেছেন, তাকেও এই পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে।

author avatar
Delowar Hossain Litu
Exit mobile version