বিনোদন

বলিউড তারকারা দেখলেন ‘মুজিব : একটি জাতির রূপকার’

মোহনা অনলাইন

ভারতে মুক্তি পেতে চলেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব : একটি জাতির রূপকার’।

আজ শুক্রবার (২৭ অক্টোবর) ভারতে মুক্তি পাচ্ছে ছবিটি। এ উপলক্ষে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল সেখানে। তাতে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ থেকে শুরু করে অদিতি রাও হায়দারিসহ অনেকে। ছিলেন সিনেমাটির সংগীত পরিচালক শান্তনু মৈত্র। তা ছাড়া অভিনেতা রজিত কাপুর, গায়িকা শ্রেয়া ঘোষাল, অভিনেত্রী দিব্যা দত্ত, দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণ উপস্থিত ছিলেন।

মুম্বাইয়ের ন্যাশনাল মিউজিয়াম অব ইন্ডিয়ান সিনেমার থিয়েটার হলে প্রদর্শিত হয়েছে ‘মুজিব’ বায়োপিক। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের দুই ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও প্রতুল কুমার।

‘মুজিব’ সিনেমার নির্মাতা শ্যাম বেনেগাল প্রিমিয়ারে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘সত্যি বলতে এই সিনেমার নির্মাণকাজ উপভোগ করেছি আমি। আমি সম্মানিত, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মুজিবের কন্যা বায়োপিকটি পছন্দ করেছেন।’

ছবিটির একটি গানে কণ্ঠ দেওয়া শিল্পী শ্রেয়া ঘোষাল বলেন, ‘এই সিনেমার অংশ হতে পেরে আমি আনন্দিত। এটা বাস্তব জীবনের গল্প এবং এক মহান ব্যক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন। এই সিনেমাকে বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বের একটা উপহার বলা যেতে পারে। আমি মনে করি, এটা এমন এক গল্প যা পুরো জাতির সামনে আনা দরকার। সত্যিই এর অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি।’

‘মুজিব’ চরিত্রে অভিনয় করা আরিফিন শুভকে পেয়ে ঘিরে ধরেন সাংবাদিকরা। সেখানে তিনি বলেন, ‘শ্যাম বেনেগাল স্যারের সঙ্গে এটা আমার চার বছরের একটা জার্নি। যেটা আমি সারা জীবন মনে রাখব। এই যে ইতিহাস বা গল্প, এটা শুধু বাংলাদেশের না। ’৪৭ থেকে ’৫২ এবং এরপর ’৭১ সাল; ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক পুরোনো। এটা যদিও আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, কিন্তু এখানে এমন অনেক কিছু আছে, যেটা দেখে আপনারা বুঝতে পারবেন দুই দেশ মিলে পরষ্পরের জন্য কত কী করেছে।’

উল্লেখ্য, সিনেমাটি মুক্তি উপলক্ষে এতদিন ব্যাপক প্রচারণা হয়েছে ভারতজুড়ে।

 

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button