Site icon Mohona TV

নারায়ণগঞ্জে পুলিশ-যুবদল সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

নারায়ণগঞ্জে যুবদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় তিনজন গুলিবিদ্ধ। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে যুবদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার সময় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২৯ অক্টোবর) সকালে শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- ওয়াদুদ সাগর, সুজন ও সোহেল। তারা যুবদলের কর্মী বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু সংবাদমাধ্যমকে বলেন, আমাদের শান্তিপূর্ণ হরতালের সমর্থনে মিছিল চলাকালে পুলিশ বিনা উসকানিতে গুলি করেছে। এ সময় তিনজন যুবদলকর্মী গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়েছেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহসান বলেন, প্রেসক্লাবের সামনে বিএনপির লোকজন মিছিল নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

author avatar
Mohona Online
Exit mobile version