Site icon Mohona TV

যেকোন মূল্যে পাকিস্তানকে হারাতে উদগ্রীব টাইগাররা: সাকিব

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

আইসিসি ক্রিকেট বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ হারের পরও আগামীকাল কোলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য দলের খেলোয়াড়রা উদগ্রীব থাকবে বিশ্বাস বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের।

২০২৫ সালে পাকিস্তানের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনের জন্য শীর্ষ আটে থেকে শেষ করতে হবে বাংলাদেশকে। এজন্যই জয়ের জন্য মুখিয়ে থাকবে টাইগাররা।

বিশ্বকাপে নিজেদের শেষ তিন ম্যাচের মধ্যে অন্তত দু’টিতে জিতলেই শীর্ষ আটে জায়গা নিশ্চিত হবে বাংলাদেশের। রান রেটে এগিয়ে থাকার সুবাদে বর্তমানে টেবিলের নবম স্থানে আছে টাইগাররা। টেবিলের তলানিতে থাকা বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের চেয়ে এক ধাপ উপরে আছে সাকিবের দল।

গাণিতিকভাবে সেমিফাইনালে খেলার আশা কাগজে-কলমে থাকলেও, অনেক সমীকরণের উপর নির্ভর করতে হবে বাংলাদেশকে।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে আজ কোলকাতায় সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আমি মনে করি, আমার চেয়ে পুরো দলই এখন কথা বলেছে, আসলে আমাদের কী করা দরকার। এখনও অনেক খেলা আছে। আপনি জানেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে হলে আমাদের জিততেই হবে। এটিই এখন গুরুত্বপূর্ণ লক্ষ্য। আমি মনে করি, এই মুহূর্তে আমরা এটিই নির্ধারণ করতে পারি এবং আমাদের জিততেই হবে। আমাদের কাছে অন্য কোন বিকল্প নেই এবং আমরা সেটাই করতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য জয়ের জন্য চেষ্টা করা ও নিজেদের সেরাটা দেওয়া এবং যেকোনভাবে  দু’টি পয়েন্ট অর্জন করা। আমরা এটি করার জন্য যথাসাধ্য চেষ্টা করবো।’

শেষ ম্যাচে হতাশাজনক পারফরমেন্সে নেদারল্যান্ডসের কাছে হারের কারনে অনেকেই বাংলাদেশ ক্রিকেটের পতন দেখছেন। ধারনা করা হচ্ছে, ডাচদের কাছে হারের পর বিশ্বকাপে বাকী ম্যাচে জয় পাওয়া বাংলাদেশের জন্য কঠিন।
কিন্তু জয়ের আশা ছাড়তে রাজি নন সাকিব। তিনি বলেন, ‘কথা বলে লাভ নেই যদি সেটি কাজে না আসে। এটি আমাদের মাঠে করে দেখাতে হবে, যাতে সবাই দেখতে পারে।’

সাকিব আরও বলেন, ‘আমাদের দলের মিটিং ছিল। আমরা এটি নিয়ে আলোচনা করেছি (বাজে পারফরমেন্স)। আমরা বসেছিলাম, আমরা এটি নিয়ে কথা বলেছি, আমরা এখন যে পরিস্থিতিতে আছি, সেখান থেকে কিভাব বের হতে পারবো। কিন্তু কাজ দিয়ে আমাদের প্রমান করতে হবে।’

তিনি বলেন, ‘আমি বলতে চাচ্ছি, শুধুমাত্র আমরাই নিজের কাজ দিয়ে দলের পরিস্থিতি বদলে দিতে পারি। আমরা এটা করার চেষ্টাতেই আছি।’

পাকিস্তানও ভালো অবস্থায় নেই। প্রথম দুই ম্যাচ জয়ের পর টানা চারটিতে হেরেছে । এতে পাকিস্তানের সেমিফাইনালে খেলা কঠিন হয়ে পড়েছে। সেমির আশা ধরে রাখতে হলে বাংলাদেশের বিপক্ষে জয়ের বিকল্প নেই পাকদের।

সাকিবের এখন লক্ষ্য একটাই, তা’হল যে কোন মূল্যে ম্যাচ জয়। তিনি বলেন, ‘আমি এই মুহূর্তে কোন দলকে নিয়ে ভাবতে চাইনা । আমাদের কাল অনেক গুরুত্ব¡পূর্ণ ম্যাচ আছে। যেটা আমরা জিততে চাই। আমি মনে করি, পাকিস্তানও ম্যাচটা জিততে চায়। যে দল ভালো খেলবে তারাই জিতবে। আমরা পাকিস্তানের চেয়ে ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো, যাতে আমরা ম্যাচটা জিততে পারি।’

author avatar
Delowar Hossain Litu
Exit mobile version