Site icon Mohona TV

রূপগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

পগঞ্জের এক বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ সদস্য দগ্ধ হয়েছেন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের এক বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ সদস্য দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

শুক্রবার (০৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রূপগঞ্জের আউখাবো বাজার এলাকার এক বাসায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- সোনা উদ্দিন (৪৫), আলি আহমেদ (৬৫), হাসুন বানু (৫৫), সাহেরা বেগম (২৪) ও ওমর ফারুক (১৫)।

আহতদের হাসপাতালে নিয়ে আসা দগ্ধ হাসুন বানুর ভাতিজা মো: নূরে আলম বলেন, রূপগঞ্জের ওই বাড়ির নিচতলায় তারা ভাড়া থাকেন। হাসুন বানু গৃহিণী, তার স্বামী ও ভাই গাউছিয়া বাজারে শুটকির দোকানে কাজ করে। এছাড়া মেয়ে সাহারা প্রতিবন্ধী এবং ছেলে ওমর ফারুক স্থানীয় অনুপম গার্মেন্টসে চাকরি করেন।

শেখ হাসিনা ন্যাশনাল বার্ন ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক মো: তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দগ্ধদের মধ্যে সোনা উদ্দিনের শরীরের ৯৪ শতাংশ, আলি আহমেদের শরীরের ৫৮ শতাংশ, হাসুন বানুর শরীরের ৪৬ শতাংশ, সাহেরা বেগমের শরীরের ৩০ শতাংশ ও ওমর ফারুকের শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। আহতদের মধ্যে ওমর ফারুক বাদে বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক।

আবাসিক চিকিৎসক মো: তরিকুল ইসলাম বলেন, রূপগঞ্জ এলাকায় একটি বাসায় শুক্রবার দিবাগত রাত ১টায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

author avatar
Delowar Hossain Litu
Exit mobile version