Site icon Mohona TV

গ্রেফতার হতে পারেন উরফি জাভেদ

উরফি জাভেদ, ছবি : সংগৃহীত

বিতর্কিত মডেল তথা রিয়্যালিটি শো খ্যাত উরফি জাভেদের বিরুদ্ধে মুম্বাই পুলিশের সম্মান নষ্ট করার চেষ্টার অভিযোগ উঠেছে। এই অভিযোগে মামলা হয়েছে উরফিসহ মোট পাঁচ জনের বিরুদ্ধে।

একটি ভিডিওতে দেখা গেছে উরফির সঙ্গে কথা বলছেন দু’জন পুলিশ কর্মকর্তা। এক জন উরফিকে জিজ্ঞাসা করেন, এত ছোট পোশাক পরে রাস্তায় কে ঘোরে?
উরফিকে তাদের সঙ্গে থানায় যেতে বলতেও দেখা যায় এক পুলিশ কর্মকর্তাকে। কিছুক্ষণ বাদানুবাদ চলার পর উরফিকে পুলিশের গাড়িতে তোলা হয়। এই ভিডিও ভাইরাল হতেই উরফির খোঁজে মাঠে নামে পুলিশ। খোঁজ নিয়ে তারা জানতে পারেন, পুরো ভিডিওটিই প্রচারে থাকার জন্য উরফি নিজেই বানিয়েছেন। বিষয়টি পূর্বপরিকল্পিত এবং উরফির মস্তিষ্কপ্রসূত।
পুলিশের চরিত্রে অভিনয় করার জন্য তিন জনকে ভাড়া করা হয়েছিল। যারা কনস্টেবল সেজেছিলেন তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে দেওয়া হয়েছিল।

পুলিশ বলছে, সোশ্যাল সাইটে ফলোয়ার বাড়াতেই এই কাজ করেছেন উরফি।

author avatar
Editor Online
Exit mobile version