Site icon Mohona TV

চট্টগ্রামে পাঁচটি মুখপোড়া হনুমান উদ্ধার

চট্টগ্রামে পাঁচটি মুখপোড়া হনুমান উদ্ধার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

বন্যপ্রাণী পাচারের প্রধান রুটে পরিণত হয়েছে চট্টগ্রাম। বেশিরভাগ দুর্লভ বন্যপ্রাণী পার্বত্য অঞ্চলের আলী কদমসহ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে চট্টগ্রাম থেকে সাতক্ষীরা ও যশোর জেলা হয়ে ভারতসহ বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে।
পাচারের সময় চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে অতি বিরল প্রজাতির পাঁচটি মুখপোড়া হনুমান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিন পাচারকারীকে আটক করা হয়েছে। তারা হলেন মো. সেলিম, সালাউদ্দিন কাদের, ও নুরুল কবির। এর আগে গত ৩০ অক্টোবর বান্দরবানের আলীকদম থেকে আনা দুটি বিলুপ্তপ্রায় হগ ব্যাজার গোরখোদক উদ্ধার করে পুলিশ।
আটককারীরা বলছেন, পাচারের সাথে তারা জড়িত নয়। পুলিশ বলছে হনুমানসহ আটক মো. সেলিমকে গত ২৪ মে বাঁশখালী থানা পুলিশ চারটি হর্নবিল পাখিসহ গ্রেফতার করে। এতে তার ছয় মাসের কারাদণ্ড হয়। পরে জামিন নিয়ে কারাগার থেকে বেরিয়ে একই কাজে যুক্ত হয়।
এ ব্যাপারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি দক্ষিণ জোনের উপ-কমিশনার মোস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, আমরা জানতে পেরেছি যে আটককৃতরা আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার চক্রের সক্রিয় সদস্য।
author avatar
Delowar Hossain Litu
Exit mobile version