Site icon Mohona TV

দেশে নির্বাচনের পরিবেশ আছে : ইসি সচিব

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।ছবি: সংগৃহীত

রাজনৈতিক অস্থিরতা থাকলেও দেশে নির্বাচনের সুষ্ঠূ পরিবেশ আছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। বুধবার (৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ইসি সচিব এ তথ্য জানিয়েছেন।

মো. জাহাংগীর আলম বলেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। রেওয়াজ অনুযায়ী, তপশিল ঘোষণার আগে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ ধারাবাহিকতায় আগামীকাল বৃহস্পতিবার এ সাক্ষাতের সূচি রয়েছে। রাষ্ট্রপতিকে নির্বাচন প্রস্তুতিসংক্রান্ত সব ধরনের অগ্রগতি বিষয়ে তা অবহিত করবে কমিশন।

ইসি সচিব বলেন, নির্বাচনের তপশিল ঘোষণার এখতিয়ার সম্পূর্ণ নির্বাচন কমিশনের। তবে এ-সংক্রান্ত সভা এখনো অনুষ্ঠিত হয়নি।

তিনি আরও বলেন, নভেম্বর মাসের প্রথমার্ধের যে কোনো দিন তপশিল ঘোষণা করা হতে পারে। সে হিসেবে ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।

author avatar
Editor Online
Exit mobile version