খুলনাসংবাদ সারাদেশ

ডিএমপির পর পুরস্কার ঘোষণা কেএমপির

মোহনা অনলাইন

অবরোধ-হরতালে পরিবহন ভাঙচুর ও অগ্নিসংযোগকারীদের উপযুক্ত প্রমাণসহ ধরিয়ে দিলে অথবা সুনির্দিষ্ট তথ্য দিলে নগদ ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ ধরণের ঘোষণা দিয়েছিল।

বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে কেএমপির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা সন্ত্রাসী, নাশকতাকারী, জনগণের জানমালের ক্ষতি সাধন এবং অগ্নিসংযোগ করে তারা দেশ ও জাতির শত্রু। সরকারি সম্পত্তি বিনষ্ট করা প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ। এই ধরনের অপরাধে তথ্য প্রদানের জন্য ইতিমধ্যে পুলিশ হেডকোয়ার্টার্স পুরস্কার ঘোষণা করেছে। গাড়িতে অগ্নিসংযোগ বা ভাংচুরের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণসহ নাশকতাকারীর তথ্য প্রদানকারী প্রত্যেক ব্যক্তিকে নগদ ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকেও অগ্নি-সন্ত্রাস ও নাশকতাকারীকে ধরিয়ে দিতে পারলে বা এ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য প্রদান করতে পারলে নগদ ২০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।

এতে আরও বলা হয়, যেকোনো সমস্যায় নিকটস্থ থানার ডিউটি অফিসার ও জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ ফোন করলে সঙ্গে সঙ্গে পুলিশ আপনাদের নিরাপত্তায় উপস্থিত হবে।

author avatar
Delowar Hossain Litu
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button