Site icon Mohona TV

গাজায় ঢুকেছে ত্রাণবাহী ১০৬ ট্রাক

মিসর থেকে রাফা সীমান্ত দিয়ে ১০৬টি ট্রাক গাজায় প্রবেশ করেছে। ছবি: রয়টার্স

গাজায় ত্রাণবাহী ১০৬টি ট্রাক ঢুকেছে। গতকাল বুধবার (৮ নভেম্বর) জরুরি সহায়তাসামগ্রী নিয়ে এসব ট্রাক মিসর থেকে রাফা সীমান্ত দিয়ে অবরুদ্ধ ফিলিস্তিন ভূখণ্ডে ঢোকে।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে এক্স বার্তায় (সাবেক টুইটার) এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, ত্রাণের পাশাপাশি কুয়েত থেকে আনা পাঁচটি অ্যাম্বুলেন্স গাজায় পৌঁছেছে।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি আরও জানিয়েছে, গত ২১ অক্টোবর থেকে এখন পর্যন্ত ত্রাণবাহী ৭৫৬টি ট্রাক গাজায় প্রবেশ করেছে। তবে প্রয়োজনের তুলনায় এটা অপ্রতুল। এসব ট্রাকে খাদ্য, ওষুধ ও চিকিৎসাসামগ্রী নেওয়া হলেও গাজায় জ্বালানি প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

অবরুদ্ধ গাজায় দেখা দিয়েছে চরম মানবিক সংকট। ইসরায়েল গত ৭ অক্টোবর হামলা শুরুর পর গতকাল বুধবার পর্যন্ত নারী, শিশুসহ সাড়ে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

author avatar
Delowar Hossain Litu
Exit mobile version