বিনোদন

কঙ্গনার ফ্লপের রেকর্ড

মোহনা অনলাইন

বলিউডের ‘কুইন’ খ্যাত অভিনেতা কঙ্গনা রনৌত এর সিনেমা একের পর এক বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। ফ্লপ সিনেমা দিয়ে তিনি রীতিমতো কেরিয়ারে কলঙ্ক মাখাতে বসেছেন।

জাতীয় পুরস্কার এসেছে ঠিকই, তবে বক্স অফিসে নেই সাফল্যের ছোঁয়া। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘তেজস’ ছবিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। লাভের মুখ দেখা তো দূরের কথা মূলধনের টাকাও ঘরে তুলতে ব্যর্থ হয়েছে ছবিটি।

গত ২৭শে অক্টোবর বক্স অফিসে মুক্তি পেয়েছিল ‘তেজস’। ভারতীয় বিমানবাহিনীর নারী অফিসারকে ঘিরে তৈরি এই ছবি নিয়ে বেজায় আশাবাদী ছিলেন কঙ্গনা। কিন্তু মুক্তির পর থেকে সিনেমা হলে মাছি তাড়াচ্ছেন হল মালিকরা। এই ছবিকে প্রত্যাখ্যান করেছে দর্শক। স্বভাবতই দু-সপ্তাহ যেতে না যেতেই হল থেকে বিদায় নিল এই ছবি। পুরো ভারত জুড়ে ভারতীয় মুদ্রায় মাত্র ৪.২৫ কোটি রূপীর টিকিট বিক্রি হয়েছে কঙ্গনা রানাওয়াতের এই ছবি। যেখানে ছবির বাজেট কমপক্ষে ৭০ কোটি টাকা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ছবিটির শো প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে কর্তৃপক্ষরা।

৭০ কোটি টাকা ব্যয় করে এই সিনেমা তৈরি হয়েছে। তবে দেশে আয় করতে পারেনি সেভাবে। বিদেশের মাটিতে ৭০ লক্ষ টাকার ব্যবসা করতে পেরেছে। ‘তেজস’-এর ওটিটি স্বত্ব, স্যাটেলাইট এবং মিউজিক স্বত্ব বিক্রি করে সবমিলিয়ে প্রযোজকের ঘরে ঢুকেছে ১৭ কোটি টাকা। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ডিস্ট্রিবিউটার মারফৎ এই ছবির বক্স অফিস কালেকশন ২.২৩ কোটি টাকা। শুধু যে প্রযোজকের কপালে ভাঁজ পড়েছে তা নয়, সিনেমার এমন ব্যবসার অঙ্ক কঙ্গনার ফিল্ম কেরিয়ারের জন্যও উদ্বেগজনক বলে মনে করছেন সিনে বাণিজ্য বিশ্লেষকরা।

প্রসঙ্গত, গত ৮ বছরে সেভাবে হিটের মুখ দেখেননি বলিউডের ‘কুইন’। পর পর ৫টি ছবি ফ্লপ কঙ্গনার। ‘থালাইভি’ ডুবেছে। ৮৫ কোটির ‘ধাকড়’ বক্স অফিসে আশার আলো দেখতে পারেনি। সেপ্টেম্বর মাসে মুক্তিপ্রাপ্ত ‘চন্দ্রমুখী ২’র রেজাল্টও সিনেবাজারে খুব খারাপ! এর আগে কঙ্গনার জাজমেন্টাল হ্যায় কিয়া, পাঙ্গার মতো সিনেমাও হিটের মুখ দেখেনি। এবার যুদ্ধ বিমানের পাইলটের চরিত্রে হুঙ্কার ছেড়েছিলেন ঠিকই, তবে দেশপ্রেমের টোটকাও কাজে লাগল না।

author avatar
Delowar Hossain Litu
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button