আন্তর্জাতিক

ভারতের কাশ্মীরে ৩ বাংলাদেশি পর্যটকের মৃত্যু

মোহনা অনলাইন

ভারতের কাশ্মীরের ডাল লেকে একটি হাউসবোটে শনিবার (১১ নভেম্বর) এক অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন।

পুলিশ জানায়, শনিবার নয়নাভিরাম কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকে একটি হাউসবোটে আগুনের সূত্রপাত হয়৷ এরপর দ্রুতই তা পার্শ্ববর্তী কয়েকটি বোটে ছড়িয়ে পড়ে৷ অগ্নিকাণ্ডের এই ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ৷ অন্তত পাঁচটি বোট আগুনে পুড়ে গেছে বলে জানা গেছে৷

বাংলাদেশি পর্যটকেরা আগুনে পুড়ে যাওয়া এই পাঁচটি বোটের একটিতে ছিলেন বলে জানায় পুলিশ৷ আগুনের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন৷

ত্রুটিপূর্ণ বিদ্যুতের তার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছে পুলিশ৷

উল্লেখ্য, কাশ্মীরের এই অঞ্চলটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত৷ এই সৌন্দর্য উপভোগ করতে দেশ বিদেশের লাখ লাখ পর্যটক সেখানে জড়ো হন৷ সরকারের পরিসংখ্যান বলছে, ২০২২ সালে এক কোটি ৬২ লাখ পর্যটক জম্মু এবং কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন৷

author avatar
Delowar Hossain Litu
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button