Site icon Mohona TV

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যানকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যানকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ব্র্যাভারম্যান সুনাকের মন্ত্রিসভার অন্যতম সিনিয়র সদস্য ছিলেন। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বলেছেন, একটি বিস্তৃত রদবদলের অংশ হিসেবে সোমবার ব্রাভারম্যান বরখাস্ত হয়েছেন।

খবরে বলা হয়, গত শনিবার লন্ডনে  ফিলিস্তিনিপন্থি একটি বড় বিক্ষোভ মিছিলে পুলিশের দায়িত্ব পালন নিয়ে সমালোচনা করেছিলেন ব্রাভারম্যান। তিনি ওই বিক্ষোভকে ‘বিদ্বেষমূলক মিছিল’ বলেও মন্তব্য করেন। যার জেরে লন্ডনে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।

এরপরই বিরোধী দলের সংসদ সদস্যরাসহ সুনাকের নিজের দল কনজারভেটিভ পার্টির সদস্যদের কাছ থেকেও ব্রাভারম্যানকে সরিয়ে দেওয়ার চাপ আসে।

একপর্যায়ে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করতে বলেন বলে জানান ওই কর্মকর্তা। ব্রাভারম্যান তা মেনে নিয়ে সরে যাচ্ছেন বলেও জানান তিনি।

এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসও ব্রাভারম্যানকে স্বরাষ্ট্রমন্ত্রী করেছিলেন। কিন্তু সেবার ব্যক্তিগত ইমেইল থেকে ‘অফিসিয়াল ডকুমেন্ট’ পাঠানো কাণ্ডের জেরে হইচই শুরু হলে দায় স্বীকার করে নিয়ে পদত্যাগ করেন ব্রাভারম্যান। সেবার তিনি মাত্র ৪৩ দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এরপর ঋষি সুনাক প্রধানমন্ত্রী হওয়ার পর আবার ব্রাভারম্যানকে দায়িত্বে ফিরিয়ে আনেন।

author avatar
Delowar Hossain Litu
Exit mobile version