Site icon Mohona TV

শ্রীলঙ্কায় ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে দক্ষিণপূর্বে ভারত মহাসাগরে আঘাত হানে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প। প্রতীকী ছবি

শ্রীলঙ্কায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, মঙ্গলবার দুপুর ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প শ্রীলঙ্কায় কেঁপে ওঠে।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের (এনসিএস) তথ্যমতে, বাংলাদেশ সময় দুপুর ১টা ১ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ১ হাজার ৩২৬ কিলোমিটার দক্ষিণপূর্বে। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। এদিন শ্রীলঙ্কা ছাড়াও ভূমকম্পন অনুভূত হয়েছে ভারতেও।

এনসিএস জানিয়েছে, বাংলাদেশ সময় দুপুর ১টা ৩৮ মিনিটে লাদাখের কার্গিল অঞ্চলও ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪।

এর উৎপত্তিস্থল ছিল কারগিল খেকে ৩১৪ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে।

এর আগে, গত ৩ নভেম্বর নেপালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ৬ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্পে প্রাণ হারান অন্তত দেড় শতাধিক মানুষ। আহত হন আরও প্রায় চার শতাধিক।

author avatar
Delowar Hossain Litu
Exit mobile version