Site icon Mohona TV

শেরপুরে নবান্ন উৎসব পালিত

শেরপুরে নবান্ন উৎসব পালন। ছবি: মোহনা সংবাদ

গ্রাম-বাংলা থেকে হারিয়ে যাচ্ছে বাঙালির হাজার বছরের প্রাচীনতম নবান্ন উৎসব। এ উৎসবকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে শেরপুরের নালিতাবাড়ী সদরের সেঁজুতি বিদ্যানিকেতনের আয়োজনে নানা সাঁজে অনুষ্ঠিত হয়েছে বাঙালির প্রাণের নবান্ন উৎসব।
বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় নবান্নকে স্বাগত জানিয়ে শহরের সেঁজুতি অঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মাটির উনুনে রাখা পাতিলের ঢাকনা উঠিয়ে নবান্ন উৎসবের অনুষ্ঠানের শুভারম্ভ করেন সরকার গোলাম ফারুক।
আয়োজকরা জানান, নবান্ন উৎসব হলো অসাম্প্রদায়িক উৎসব। অগ্রহায়ণ মাসে কৃষকের নতুন বার্তা নিয়ে আমন ধানের আগমনে এ উৎসব বাঙালি জাতিকে ঐক্য, ভ্রাতৃত্ব ও আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে। প্রতি বছর বাঙালীর এই প্রাণের উৎসবটি সেঁজুতি বিদ্যানিকেতন আয়োজন করে আসছে।
author avatar
Delowar Hossain Litu
Exit mobile version