বিজ্ঞান ও প্রযুক্তি

ইন্টারনেটে অবিশ্বাস্য গতি, ১ সেকেন্ডে ১৫০টি সিনেমা ডাউনলোড!

মোহনা অনলাইন

চোখের পলকে ১০০০ জিবি ডেটা পাঠানো যাবে। চীন এমন গতির ইন্টারনেট চালুর দাবি করেছে। চীনের দাবি সত্যি হলে এটিই এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট নেটওয়ার্ক।

এখন পর্যন্ত চালু থাকা ইন্টারনেটে সেকেন্ডে বড় জোর ১০০ জিবি তথ্য আদান-প্রদান করা যায়। কিন্তু চীনের এই নতুন ইন্টারনেট পরিষেবা এক সেকেন্ডে দেওয়া নেওয়া করবে অন্তত ১ টেরাবাইট বা এক টিবি তথ্য যা আসলে ১০০০ জিবি বা গিগাবাইটের সমান।

হুয়াওয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই পরিষেবায় অন্তত ১.২ টিবি তথ্য দেওয়া-নেওয়া করা যাবে এক সেকেন্ডে। এর ফলে খুলে যেতে পারে নতুন দরজা। কতটা শক্তিশালী এই ইন্টারনেট তার ব্যাখ্যা দিতে গিয়ে ওই কর্মকর্তা জানিয়েছে, এই ধরনের ইন্টারনেটের সাহায্যে অন্তত ১৫০টি এইচডি বা হাই ডেফিনেশন সিনেমা এক সেকেন্ডে পাঠিয়ে দেওয়া যাবে যে কোনো জায়গায়।

গত জুলাই মাসে এই নেটওয়ার্ক সচল করা হলেও সোমবার (১৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। সব ধরনের পরীক্ষা-নীরিক্ষা শেষে এই নেটওয়ার্ক বেশ ভালোভাবে কাজও করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

author avatar
Delowar Hossain Litu
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button