Site icon Mohona TV

সামরিক যোগাযোগে সম্মত যুক্তরাষ্ট্র-চীন

উচ্চ পর্যায়ের সামরিক যোগাযোগে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র-চীন। ছবি: সংগৃহীত

উচ্চ পর্যায়ের সামরিক যোগাযোগে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র-চীন। বুধবার (১৫ নভেম্বর) সান ফ্রান্সিসকোয় দুই রাষ্ট্রপ্রধান জো বাইডেন ও শি জিনপিংয়ের বৈঠকে আসে সমঝোতা। খবর বিবিসির।

৬ বছর পর যুক্তরাষ্ট্র সফরে যান চীনের প্রেসিডেন্ট। এক বছরের বেশি সময় পর হলেন বাইডেনের মুখোমুখি। আলোচনায় গুরুত্ব পায় সামরিক উত্তেজনা, জলবায়ু পরিবর্তন, মাদক পাচার ও কৃত্রিম বুদ্ধিমত্তা। দুই দেশের প্রতিযোগিতা যাতে সংঘাতে রূপ না নেয়, সে বিষয়ে জোর দেন বাইডেন।

সান ফ্রান্সিসকোয় ঐতিহাসিক ফিলোলি এস্টেটে বৈঠক হয় দুজনের। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ কর্মকর্তারাও। বৈঠক শেষে তাদের একান্ত আলাপচারিতা হয়। এরপর মধ্যাহ্নভোজে অংশ নেন দুজন। এরপর এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপরারেশন (এপেক) সম্মেলনে যোগ দেবেন তারা।

মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদের নিম্ন-কক্ষ হাউস অব রেপ্রেজেনটেটিভের তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর চীন গত বছর দুই দেশের মধ্যে সামরিক যোগাযোগ বন্ধ করে দেয়। বেইজিং স্বশাসিত তাইওয়ানকে তার ভূখণ্ড হিসেবে দেখে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, যদিও দু্ই দেশের মধ্যে অনেক মতবিরোধ রয়ে গেছে। তবে গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

author avatar
Delowar Hossain Litu
Exit mobile version