Site icon Mohona TV

পশুর নদীতে ডুবল ৮০০ মেট্রিক টন কয়লা বোঝাই কার্গো

ছবি: সংগৃহীত

৮০০ মেট্রিক টন কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ বাগেরহাটের মোংলার কানাইনগর সংলগ্ন এলাকায় পশুর নদীতে ডুবে গেছে। জাহাজটি যশোরের নোয়াপাড়া ঘাটে যাচ্ছিল।

শুক্রবার (১৭ নবেম্বর) দুপুর আড়াইটার দিকে তীব্র বাতাসের কারণে লাইটারটি ডুবোচরে আটকে তলা ফেটে ডুবে যায়।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মোংলা শাখার সহসভাপতি মাইনুল ইসলাম মিন্টু বলেন মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে ৮০০ মেট্রিক টন কয়লাবোঝাই করে ‘এমভি প্রিন্স অব ঘষিয়াখালী’ যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে রওনা হয়। শুক্রবার সকালে জাহাজটি পশুর নদীর পূর্ব পাড়ের অংশে ডুবোচরে আটকে যায়।

এতে তলা ফেটে গেলে জাহাজটি বাঁচাতে মাস্টার (চালক) দ্রুত চালিয়ে চরে উঠিয়ে দেন। এ সময় লাইটারে থাকা ১১ কর্মচারী সাঁতরে তীরে উঠে প্রাণ বাঁচান।

মোংলা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পশুর চ্যানেলে লাইটার জাহাজ ডুবির ঘটনায় বন্দরে জাহাজ চলাচলে কোনো সমস্যা হয়নি। জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

author avatar
Delowar Hossain Litu
Exit mobile version