Site icon Mohona TV

১১ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন দক্ষিণ আমেরিকার দেশ গুয়েতেমালার সরকার সংশ্লিষ্ট আরও ১১ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দেশটির স্টেট ডিপার্টমেন্টের দেওয়া এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, গণতন্ত্র ও আইনের শাসনকে ক্ষুণ্ন করার দায়ে ১১ ব্যক্তির উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করার পদক্ষেপ নিচ্ছি। এ নিয়ে দেশটির বর্তমান সরকারের ২৫ জন ব্যক্তির ওপর এই নিষেধাজ্ঞা আরোপিত হলো। পাশাপাশি গুয়াতেমালার গণতন্ত্রকে ক্ষুণ্ন করে এমন যে কোনো পদক্ষেপের জন্য দায়ীদের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র দ্ব্যর্থহীনভাবে নির্বাচিত প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালোর কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর না করার নির্লজ্জ প্রচেষ্টা প্রত্যাখ্যান করে। এরমধ্যে দেশটির পাবলিক মিনিস্ট্রি কর্তৃক গুয়েতেমালার নির্বাচিত প্রেসিডেন্ট আরেভালো, ভাইস প্রেসিডেন্ট হেরেরা এবং সেমিল্লা পার্টির সদস্যসহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের অভিযুক্ত করার পরিকল্পনা করছে। আমরা সেমিল্লা পার্টির সদস্যদের টার্গেট করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযান ও গ্রেপ্তারের নিন্দা জানাই।

author avatar
Online Editor SEO
Exit mobile version