Site icon Mohona TV

হরতালে গাবতলী থেকে ছাড়েনি দূরপাল্লার গাড়ি

ছবি-সংগৃহীত

সারা দেশে বিএনপি সহ সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। সকাল থেকে গাবতলী, মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস তেমন ছাড়েনি। যাত্রীর অপেক্ষায় টার্মিনালের কাউন্টারগুলো।  দু-একটি বাস দীর্ঘক্ষণ পরে ছাড়ে।

সরেজমিনে দেখা যায়, হরতালের কারণে বাস টার্মিনাল অনেকটাই ফাঁকা। চিরচেনা সেই দৃশ্য আজ একেবারেই চোখে পড়েনি। বাস টার্মিনালের অন্তত ৩০টি কাউন্টার ঘুরে এমন চিত্র দেখা গেছে। কোচগুলো সব টার্মিনাল, তেলের পাম্প ও আশপাশে পার্ক করা। অধিকাংশ টিকেট কাউন্টারগুলোয় কোনো মানুষ নেই। কোনো যাত্রীরও দেখা পাওয়া যায়নি।

এসপি গোল্ডেন লাইনের টিকেট কাউন্টারের মাস্টার মো. আব্দুল্লাহ গণমাধ্যমকে জানান, প্রতিদিন সকাল ৯টার মধ্যে  ৪/৫টি গাড়ি ছেড়ে যায়। আজ সকালে যাত্রীই নেই। যাত্রী পেলে বিকেলে ‍এক-দুইটা গাড়ি ছেড়ে যেতে পারে।

একই অবস্থা শ্যামলী কোচের। অন্যদিন সকাল সাড়ে ৮টার মধ্যে আটটি গাড়ি ছেড়ে যায়। আজ কোনো গাড়ি ছেড়ে যায়নি। যাত্রী এলে বিকেলে দুয়েকটি গাড়ি ছেড়ে যেতে পারে। শ্যামলীর কাউন্টারগুলো খোলা রয়েছে। একই অবস্থা দেখা গেলো হানিফ, ফাতেমা, রোজিনা ও রয়েলসের কাউন্টারেও।

author avatar
Online Editor SEO
Exit mobile version