Site icon Mohona TV

রাজধানীর বিভিন্ন স্থানে রিজভীর নেতৃত্বে পিকেটিং

ছবি-সংগৃহীত

৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় কাওরান বাজারের সোনারগাঁও সড়ক ও সকাল সাড়ে ৭টায় দয়াগঞ্জ মোড়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘একতরফা’ তপশিল ঘোষণার প্রতিবাদে ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে সকালে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রিজভী জানান, সারাদেশে বিএনপি ও সমমনা জোটের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে রাস্তায় অবস্থান নিয়ে হরতাল পালন করছে। নানা বাঁধা-বিপত্তির মধ্যেও রাজধানীর বিভিন্ন স্থানে যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, ছাত্রদল, জাসাসসহ ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীরা মিছিল করছে।

রুহুল কবির রিজভী বলেন, সরকারের বিরুদ্ধে চারিদিকে অন্ধকার ধেয়ে এসেছে। অবৈধ সরকারের মসনদ আর ধরে রাখতে পারবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন জনগণ হতে দেবে না। বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলন থেকে রিজভী পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

এ সময়ে দলের কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল ইসলাম, ডা. পারভেজ রেজা কাকন, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, সাবেক কাউন্সিলর নিলুফার ইয়াসমীন নিলু, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদ আউয়াল, যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরীন উর্মি, মহসিন হোসেন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা ডা. সাব্বির, ডা. জিসান, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শাহাবুদ্দিন ইমন ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

author avatar
Online Editor SEO
Exit mobile version