Site icon Mohona TV

৪০ লাখ ডলার পেল চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেল ৪০ লাখ ডলার। ছবি: বাসস

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক ভারতকে ৬ উইকেটে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মত বিশ্বকাপ শিরোপা জয় করেছে অস্ট্রেলিয়া।

বিশ্বকাপ শিরোপা জয়ে প্রাইজমানি হিসেবে ৪০ লাখ ডলার পুরস্কার পেয়েছে অসিরা।

পুরো আসরে একমাত্র দল হিসেবে অপরাজিত থেকে ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে হারের লজ্জা পেতে হয় ভারতকে। রানার্স আপ হিসেবে ভারতীয় দল পেয়েছে ২০ লাখ ডলার।

সেমিফাইনালে হেরে বিশ্বকাপ শেষ করে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। দু’দল পেয়েছে সমান ৮ লাখ ডলার করে।
সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে না পারা বাকী ছয় দল বাংলাদেশ, পাকিস্তান, ইংল্যান্ড, আফগানিস্তান, শ্রীলংকা ও নেদারল্যান্ডস পেয়েছে ১ লাখ ডলার করে।

লিগ পর্বে প্রতি ম্যাচ জয়ের জন্য দলগুলো পেয়েছে ৪০ হাজার ডলার করে। গ্রুপ পর্বে ৪৫টি ম্যাচে সর্বমোট দেওয়া হয় ১৮ লাখ ডলার।

এবারের বিশ্বকাপে সর্বমোট ১ কোটি ডলার প্রাইজমানি ছিলো।

author avatar
Delowar Hossain Litu
Exit mobile version