Site icon Mohona TV

আবার নতুন গুজবে প্রবীর মিত্র, বিব্রত পরিবার

ছবি: সংগৃহীত

তারকাদের নিয়ে প্রায়ই গুজব রটে। তখন পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে। নায়ক চরিত্রে যেমন সফল হয়েছেন, তেমনি সিনিয়র চরিত্রে এসেও তিনি আলো ছড়িয়েছেন সমানভাবে। অভিনয় নৈপুণ্যে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তার সাবলীল অভিনয়, ভরাট কণ্ঠের সংলাপ দর্শকদের হৃদয়ে নিখাদ মুগ্ধতা ছড়িয়ে দেয়। তিনি প্রবীর মিত্র। বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা।

কয়েক বছর ধরে ভালো নেই এই বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা। দীর্ঘদিন ধরেই নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন এক সময়ের পর্দা কাঁপানো প্রবীর মিত্র। এদিকে, হঠাৎ করেই সোমবার (২০ নভেম্বর) দুপুরের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে স্ব-পরিবারে প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তবে এমন খবর সত্য নয় বলে জানিয়েছেন তার ছেলে মিথুন মিত্র। তিনি বলেন, এটি সম্পূর্ণ ভিত্তিহীন খবর। এমনটা হলে আমরাই সবাইকে জানাতাম। কেউ গুজবে কান দিবেন না।

মিঠুন এও বলেন, ‘আমার মা মুসলিম ছিলেন। তবে বাবা সনাতন ধর্মই পালন করছেন। যারা এমন খবর ছড়াচ্ছেন তারা ঠিক কাজ করছেন না। বাবার মতো একজন অভিনেতার নামে এমন গুজব গ্রহণযোগ্য নয়। আমি সবার কাছে অনুরোধ করছি, না জেনে কোনো তথ্য ছড়াবেন না।’

প্রবীর মিত্র চার শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও আজীবন সম্মাননা। তার আলোচিত সিনেমার মধ্যে আছে— ‘তিতাস একটি নদীর নাম’, ‘পুত্রবধূ’, ‘নয়নের আলো’, ‘জলছবি’, ‘জয় পরাজয়’, ‘রঙিন সিরাজউদ্দৌলা’, ‘তাসের ঘর’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘বড় ভালো লোক ছিল’, ‘দহন’, ‘দুই পয়সার আলতা’, ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’, ‘হারানো সুর’ ইত্যাদি।

author avatar
Online Editor SEO
Exit mobile version