Site icon Mohona TV

সুপ্রিমকোর্টে প্রবেশে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত সোমবার (২০ নভেম্বর) এক প্রজ্ঞাপনে এসব নির্দেশনা দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান প্রজ্ঞাপনে এসব কথা বলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনা প্রয়োজনে কেউ যেন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ না করেন। জরুরি প্রয়োজনে কেউ প্রবেশ করলে স্ব স্ব জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট সঙ্গে রাখতে হবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সরবরাহ করা নির্ধারিত স্টিকার ছাড়া গাড়ি প্রবেশ নিষিদ্ধ করা হলো। অন্যথায় অবৈধ অনুপ্রবেশকারী গণ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সুপ্রিমকোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার অধস্তন আদালতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ অবস্থায় নিরাপত্তার স্বার্থে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের আইডি কার্ড এবং গাড়ি প্রবেশের ক্ষেত্রে স্টিকার ব্যবহার করতে বলা হয়েছে।

author avatar
Editor Online
Exit mobile version