Site icon Mohona TV

নিজের পদ থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিলেন পাপন

ছবি: সংগৃহীত

আজ সোমবার (২৭ নভেম্বর) গুলশানের নিজ বাসায় তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

দুজনের দীর্ঘ বৈঠকের এক পর্যায়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পাপন জানান, ‘এই টার্ম তো আর বেশিদিন নাই। আমি আর বেশিদিন নাই। আমার প্ল্যান হচ্ছে, আর একটা বছর আছে। এবং এর মধ্যে যাওয়ার আগে অবশ্যই টিমকে ঠিক করে যাব। সেটা ঠিক হবে কিনা আমি জানিনা। আমি যেটা মনে করি, এটা করা দরকার, সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্তও হয়, সেটাও নিব।’

নিজের শেষ সময়ে খানিক কঠোর হয়েও জাতীয় দলকে সাজাতে চান বলে জানান তিনি। তিনি বলেন, ‘একেকজন একেকটা কথা বলবে। সেটা শুনে একটা ডিসিশন (সিদ্ধান্ত) নিব এসবের মধ্যে আমি নাই।’ আমি নিজে ভেতরে ঢুকবো। আগে যেমন আমি সব জানতাম, এখন জানি না। এটা তামিমও স্বীকার করলো যে হ্যাঁ আপনি জানেন না। খালি তোমার সঙ্গে কথা বলে তো না, আমি সবার সঙ্গে কথা বলে গভীরে যাবো। যা যা সিদ্ধান্ত নিতে হয় নেবো। কে পছন্দ করলো কে করলো না, তাতে কিছু যায় আসে না। ক্রিকেটের স্বার্থে যা যা সিদ্ধান্ত নিতে হয়, আমি নেবো। ’

উল্লেখ্য, ২০১২ সালে আ হ ম মুস্তাফা কামাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা-আইসিসির সভাপতি হলে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য বিসিবি সভাপতির দায়িত্ব পান নাজুমল হাসান পাপন। তখন থেকেই বিসিবি সভাপতির দায়িত্ব পালন করে আসছেন তিনি।

author avatar
Editor Online
Exit mobile version