Site icon Mohona TV

আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরের নতুন ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ নিয়ে সতর্ক করলো আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবার দ্বীপের দক্ষিণ-পশ্চিম দিকে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ২৯ নভেম্বরের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

গত সোমবার (২৭ নভেম্বর) রাতে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ তার একটি আবহাওয়া ওয়েবসাইটে এসব তথ্য জানান।

তিনি জানান, নিম্নচাপটি ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে ৩ তারিখের মধ্যে গভীর নিম্নচাপে ও ডিসেম্বর মাসের ৩ থেকে ৫ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে (মিগজাউম/মিচাহং) পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পলাশ আরও জানান, ঘূর্ণিঝড় মিধিলি যে পথে আঘাত হেনেছিল এই ঘূর্ণিঝড়টিও একই পথে উপকূলে আঘাত করার সম্ভাবনা বেশি। ডিসেম্বর মাসের ৩ থেকে ৭ তারিখের মধ্যে বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলে থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের মধ্যবর্তী কোনো এলাকার উপকূলে আঘাত করার প্রবল সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর ঘণ্টায় ১০২ কিলোমিটার বেগে বাংলাদেশ উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মিধিলি’।

author avatar
Editor Online
Exit mobile version