Site icon Mohona TV

হঠাৎ ডিবি কার্যালয়ে শামীম ওসমান

আজ দুপুর দেড়টায় ডিবি কার্যালয়ে আসেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান আজ বুধবার (২৯ নভেম্বর) দুপুর দেড়টায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে এসেছেন। নারায়ণগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য কি কারণে ডিবি কার্যালয়ে এসেছেন সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।

এর আগে, গত ২০ নভেম্বর দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে শামীম ওসমান জানিয়েছিলেন, তাকে অপরিচিত নম্বর থেকে কল করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন শামীম ওসমান। এসময় তিনি বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন, যারা অগ্নিসন্ত্রাসের নির্দেশ দিচ্ছেন, তারা ছাড় পাবেন না। সংবাদ সম্মেলনে এক ঘণ্টারও বেশি সময় ধরে বক্তব্য রাখেন তিনি।

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম ওসমান।

দীর্ঘ সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ-৪ আসনে তার চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনের বিষোদগার করেন শামীম ওসমান।

author avatar
Delowar Hossain Litu
Exit mobile version