Site icon Mohona TV

সিরাজগঞ্জে জোড়া খুন মামলার আসামী গ্রেফতার

সিরাজগঞ্জে জোড়া খুন মামলার আসামী গ্রেফতার

সিরাজগঞ্জ সদর উপজেলার ইছামতি গ্রামে জমিসংক্রান্ত বিরোধে দুজনকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবাবর ভোরে র‍্যাব-১২ সদস্যরা গাজীপুর জেলা সদরের পুর্ববাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃতরা হলো-সিরাজগঞ্জ সদর উপজেলার ইছামতি গ্রামের মৃত আজাহার আলী খানের ছেলে দুলাল খান, আব্দুল মজিদ খানের ছেলে আসাদুল খান ও দুলাল খানের ছেলে ইউনুস খান ।

র‍্যাব-১২ ক্যাম্প কমান্ডার স্কোয়াডন লীডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে আসামীরা গত ১৯ অক্টোবর রাতে একই গ্রামের আল-আমিন খান ও তার ভাতিজা আল-আমিন সেখকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই আল-আমিন খান মারা যায় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আল-আমিন সেখ মারা যায়। এ ঘটনায় আল-আমিন খানের ভাই হাবিবুর রহমান খান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। এ মামলায় আসামীরা আত্মগোপনে ছিল। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের শনিবার ভোরে গাজীপুর থেকে আটক করা হয়। আসামীদের সদর থানার মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

author avatar
Delowar Hossain Litu
Exit mobile version