বিজ্ঞান ও প্রযুক্তি

Honor X7b: ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি নতুন স্মার্টফোন

মোহনা অনলাইন

Honor X7B একটি 6,000 এমএএইচ  ব্যাটারি এবং একটি 108 MP প্রধান ক্যামেরা সহ একটি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন৷ Snapdragon 680 চিপসেট দ্বারা চালিত, এই ডিভাইসটি বাজেট-সচেতন গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত পছন্দ।

এক্স৭বি মডেলের ফোনটি চলতি সপ্তাহেই বাজারে ছাড়া হয়েছে। আন্তজার্তিক বাজারের অন্যান্য স্মার্টফোনের তুলনায় ফোনটি বেশ সস্তাও।

ডেলটি ফ্লোয়িং সিলভার (ধূসর), ইমেরাল্ড গ্রিন (সবুজ) ও মিডনাইট ব্ল্যাক–এই তিন রঙে পাওয়া যাবে। এটির দাম ২৪৯ ডলার (২২৯ ইউরো)। তবে অঞ্চলভেদে ও স্টোরেজ ভার্সন অনুসারে দাম কম-বেশি হতে পারে। অনার এক্স৭বিতে আরও যা যা থাকছে: 
পেছনের ক্যামেরা: ত্রিপল ক্যামেরা–১০৮ মেগাপিক্সেল প্রধান সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ইউনিট। 
 
সেল্ফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল,
ডিসপ্লে: এলসিডি,
রেজল্যুশন: এফএইচডি, 
রিফ্রেশ রেট: ৯০ হার্টজ, 
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর: সাইড মাউন্টেড।
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ম্যাজিকওএস ৭ দশমিক ২,
চিপসেট: স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর,
মেমোরি: ৬ জিবি ও ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি, 
ইউএসবি সি পোর্ট: আছে,
ব্যাটারি: ৬০০০ এমএএইচ,
চার্জিং: ৩৫ ওয়াট। 
 

 

author avatar
Online Editor SEO
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button