Site icon Mohona TV

এবার কলকাতায় ‘সেরা বাঙালি’ চঞ্চল চৌধুরী

ছবি: সংগৃহীত

কলকাতায় “সেরা বাঙালি” পুরস্কার পেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এবিপি আনন্দ সেরা বাঙালি সম্মাননা-২০২৩ এ অভিনয়শিল্পে অবদানের জন্য এই পুরস্কার পান তিনি।

রবিবার (৩ ডিসেম্বর) জাঁকজামকপূর্ণ আয়োজনে তার হাতে এই পুরস্কার তুলে দেন টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

“সেরা বাঙালি” পুরস্কার প্রাপ্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চঞ্চল চৌধুরী বলেন, “আমি আপ্লুত, অভিভূত। সত্যিই খুব ভালো লাগছে। বাংলাদেশের একজন মানুষ হিসেবে ভারতে এই পুরস্কার পেয়ে আমি আনন্দিত। অভিনয়শিল্পী হিসেবে নিজ দেশে অনেক পুরস্কার পেয়েছি, মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। ভারতের মাটিতেও এত বড় সম্মান আমার জন্য বড় কিছু।”

তিনি আরও বলেন, “শিল্পী হিসেবে দেশের বাইরে আমার অর্জন মানেই বাংলাদেশের অর্জন। সবার আগে আমার নিজের দেশ। শিল্পচর্চার মাধ্যমে নিজ দেশকে সম্মান এনে দিতে পারলে ভালো লাগে।”

এর আগে “সেরা বাঙালি” পুরস্কার পেয়েছেন নোবেলবিজয়ী বাংলাদেশি ড. মুহাম্মদ ইউনূস, অভিনেত্রী জয়া আহসান, ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, হাবিবুল বাশার, সাকিব আল হাসান।

author avatar
Online Editor SEO
Exit mobile version