বিনোদন

মারা গেছেন ‘সিআইডি’র ‘ফ্রেডরিক্স’ খ্যাত দীনেশ ফাদনিস!

মোহনা অনলাইন

অবশেষে থামল জীবন-মরণ লড়াই৷ কোনওভাবেই আর শেষরক্ষা হল না। অকালে চলে গেলেন CID-র ‘ইন্সপেক্টর ফ্রেডি’ দীনেশ ফাদনিশ। গতকাল প্রায় মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা৷ জনপ্রিয় তারকার মৃত্যুতে শোকের ছায়া পড়েছে গোটা বিনোদন জগতে৷

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, কয়েক দিন আগে অসুস্থ হয়ে পড়ায় মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি করা হয় দীনেশকে। তারপর থেকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল তাকে। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মঙ্গলবার (৫ ডিসেম্বর) তার শেষকৃত্য সম্পন্ন হবে।

এর আগে খবর রটে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দীনেশ। কিন্তু এ তথ্য সঠিক নয় বলে জানান সিআইডির আরেক অভিনেতা নয়ানন্দ শেঠি। পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নয়ানন্দ বলেন, “এটি হার্ট অ্যাটাক নয়। তার লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে দ্রুত তাকে তুঙ্গা হাসপাতালে ভর্তি করানো হয়।”

১৯৯৭ সালে প্রচার শুরু হয় সিআইডির। ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এ সিরিয়ালের ইন্সপেক্টর ফ্রেডরিক্স বা ফ্রেডি চরিত্রে অভিনয় করেন দীনেশ ফাদনিস। তার চরিত্রটি টেলিভিশন দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। নব্বই দশক থেকে ২০০০ সাল পর্যন্ত ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শোগুলোর একটি সিআইডি।

author avatar
Online Editor SEO
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button