Site icon Mohona TV

মেক্সিকোতে গ্রামবাসী-গ্যাংস্টার সংঘর্ষ, নিহত ১১

ছবি: সংগৃহীত

মেক্সিকোর মধ্যাঞ্চলের কৃষিপ্রধান শহর টেক্সকালটিটলানে সন্ত্রাসীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে ১১ জন নিহত হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) এই ঘটনা ঘটে।

শনিবার (৯ ডিসেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মেক্সিকো রাজ্যের নিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে ৮ জন সন্দেহজনক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং তিনজন সাধারণ গ্রামবাসী রয়েছে।

রাজ্যটির পুলিশ বলছে, সংঘর্ষে জড়িত সন্দেহভাজন গ্যাংকে এখনও চিহ্নিত করা যায়নি। তবে বিস্তারিত জানার জন্য তারা ন্যাশনাল গার্ড এবং অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফ্যামিলিয়া মিচোয়াকানা নামে একটি মাদক কারবারি গোষ্ঠীর বন্দুকধারীরা স্থানীয় কৃষকদের কাছ থেকে চাঁদার দাবিতে সেই গ্রামে গিয়েছিল। গত বছর প্রতিবেশি গুয়েরেরো রাজ্যে ২০ জনের গণহত্যার জন্য এই গোষ্ঠীকে দায়ী করা হয়।

author avatar
Online Editor SEO
Exit mobile version