জাতীয়সংবাদ সারাদেশ

ময়মনসিংহে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর কর্মসুচীর উদ্বোধন

রুবায়েত বাপ্পী, ময়মনসিংহ

ময়মনসিংহে প্রায় নয় লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কর্মসুচী শুরু হয়েছে। এ উপলক্ষে সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কর্মসুচীর উদ্বোধন করেন রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন। এসময় সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আসিফ হোসেন ডন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস কে দেবনাথ, স্বাস্থ্য ও স্যানিটারী কর্মকর্তা দীপক মজুমদারসহ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। এছাড়াও নগরীর এসকে হাসপাতালে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কর্মসুচীর উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দিনব্যাপী ক্যাম্পেইনে সিটি কর্পোরেশনসহ ১৩টি উপজেলার তিন হাজার ৮২৪ টি টিকা কেন্দ্রের ৬ থেকে ১২ মাস বয়সী ৯৩ হাজার ৭১৩ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী আট লাখ ২৪ হাজার ৭১৮ জন শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
author avatar
Mohona Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button