Site icon Mohona TV

নির্বাচনী সরঞ্জাম কম-বেশি হলে দ্রুত জানানোর নির্দেশ

ছবি: সংগৃহীত

নির্বাচনের কাজে ব্যবহৃত নির্বাচনী সরঞ্জাম জেলায় পৌঁছানোর পর তা পরীক্ষা করে কম বা বেশি হলে বা অন্য কোন অসংগতি দেখা দিলে তা তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশন সচিবালয়ে জানানোর নির্বাচন কমিশন।

সোমবার (১৮ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে এ সংক্রান্ত নির্দেশনা পাঠান নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. আতিয়ার রহমান।

নির্দেশনায় বলা হয়, ঢাকার তেজগাঁওয়ের গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে নির্বাচনে ব্যবহারের জন্য বিভিন্ন প্রকারের ফরম, প্যাকেট, ম্যানুয়েল, নির্দেশিকা, পোস্টার, লিফলেটসহ যাবতীয় মুদ্রণ সামগ্রী এবং নির্বাচনী দ্রব্যাদি (স্ট্যাম্প প্যাড, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, লাল গালা, অমোচনীয় কালির কলম, হেসিয়ান বড় ব্যাগ, হেসিয়ান ছোট ব্যাগ, চার্জার লাইট, ক্যালকুলেটর, স্ট্যাপলার মেশিন ও স্ট্যাপলার পিন) নির্বাচন ভবনের গোডাউন হতে সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

সকল নির্বাচনী সামগ্রী জেলায় পৌঁছানোর পর ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করে কোনো দ্রব্যাদি ঘাটতি বা অতিরিক্ত পাওয়া গেলে বা অন্য কোনো অসংগতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-১) বা সহকারী সচিব (ক্রয় ও মুদ্রণ)-কে অবহিত করতে হবে।  আরও বলা হয়, এ বিষয়ে সংশ্লিষ্ট সিনিয়র জেলা নির্বাচনর অফিসার/জেলা নির্বাচন অফিসার কার্যকর ব্যবস্থা নেবেন।

author avatar
Online Editor SEO
Exit mobile version